৳ 600
১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
উর্দু ভাষায় আকাবিরে উলামায়ে দেওবন্দ নিয়ে রচিত হয়েছে বহু গ্রন্থ। একক জীবনীগ্রন্থ যেমন রচিত হয়েছে, তেমনই বহুজনকে নিয়ে রচিত হয়েছে জীবনীসমগ্র। বিখ্যাত অনেক লেখক এ বিষয়ে কলম ধরেছেন; সেসব লেখায় পাওয়া যায় আকাবিরে উলামায়ে দেওবন্দের পূর্ণ জীবনচিত্র।
বাংলা ভাষায় আকাবিরে উলামায়ে দেওবন্দ নিয়ে যেসব গ্রন্থ রচিত হয়েছে এর বেশিরভাগই অনুবাদ। মৌলিক কাজ যে হয়নি তা নয়, তবে খুবই অপ্রতুল। এর কোনোটা এতই বিশদ যে পাঠকের ধৈর্যচ্যুতি ঘটে। আবার কোনোটা এত সংক্ষিপ্ত জীবনের গুরুত্বপূর্ণ অনেক দিকই বাদ পড়ে যায়।
উর্দু ভাষায় রচিত কালজয়ী গ্রন্থগুলো সামনে রেখে একটি প্রামাণিক ও মধ্যম স্তরের জীবনীগ্রন্থ রচনা করাই এ বইয়ের উদ্দেশ্য। তাতে পাঠকের ধৈর্যচ্যুতি যেমন ঘটবে না, তেমনই তাদের জীবনের গুরুত্বপূর্ণ সব দিকও সামনে আসবে।
গ্রন্থটি রচনার ক্ষেত্রে উর্দু ভাষার বহু মৌলিক ও প্রামাণিক গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। গ্রন্থপঞ্জিতে দৃষ্টি দিলে যে কারো চোখে তা প্রতিভাত হবে। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, বহু জায়গায় যেতে হয়েছে। বহু জনের কাছ থেকে সংগ্রহ করতে হয়েছে অসংখ্য বইপত্র। সবিশেষ রাহনুমা প্রকাশনীর কর্ণধার শ্রদ্ধেয় মাহমুদুল ইসলাম ভাইয়ের শুকরিয়া জানাই। তিনি প্রায় দেড় হাজার পৃষ্ঠা ফটোকপি করে দিয়ে উদারচিত্তের পরিচয় দিয়েছেন। আবার ঢাকার এক বিখ্যাত মাদরাসার কুতুবখানা থেকে প্রাচীন মূল্যবান গ্রন্থ বিস বড়ে মুসলমান সংগ্রহ করে দিয়েছেন। সহযোগিতা করেছেন বহু বইপত্র দিয়েও। সেজন্য তাকে জানাই অশেষ শুকরিয়া, জাযাহুল্লাহু খাইরান।
গ্রন্থটি নির্দিষ্ট কোনো বইয়ের অনুবাদ নয়, আবার অনুবাদ হলেও হুবহু নয়। কারণ, উর্দু ভাষার স্বভাবধর্ম বিশদায়ন আর বাংলাভাষা কিছুটা সংক্ষেপ-প্রবণ। তাই আমি স্বাধীনভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। সেজন্য বিষয়কে প্রয়োজনে সংক্ষেপ করেছি, কোথাও গুরুত্বহীন তথ্য বাদ দিয়েছি, কোথাও-বা বিষয়কে পূর্ণতাদানের চেষ্টা করেছি অন্যান্য গ্রন্থ থেকে। তবে বিষয়বিন্যাসে সচেষ্ট থেকেছি সামঞ্জস্য বজায় রাখতে। আকাবিরের ওইসব ঘটনার প্রতি বেশি গুরুত্ব দিয়েছি যেগুলো প্রেরণাদায়ক ও চেতনা উদ্দীপক।
ভাষা দুটির স্বভাবরুচি যেহেতু ভিন্ন, তাই প্রতিটি বাক্য আমাকে গড়তে হয়েছে সযত্ন প্রয়াসে। ফলে লেখায় অনুবাদের ঘ্রাণ পাঠক কমই পাবেন।
Title | : | আকাবিরে উলামায়ে দেওবন্দ : জীবন ও অবদান (হার্ডকভার) |
Publisher | : | রাহনুমা প্রকাশনী |
ISBN | : | 9789849385639 |
Edition | : | 1st Published, 2020 |
Number of Pages | : | 464 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0